News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

রূপগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের গুলি-কোপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:২০ পিএম রূপগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের গুলি-কোপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সাল নামে দুই যুবকের ওপর হামলা এবং মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। 
গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা জিসানের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত কয়েকটি বাইক নিয়ে এসে পথ আটকে হামলা চালায়। এ সময় ভুক্তভোগীরা জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন।

ভিডিওর বিবরণে জানানো হয়, জিসান ও ফয়সালকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করা হয়। সেই সঙ্গে দুজনকে দা দিয়ে কোপানো হয়। হামলায় জিসানের হাতের একটি আঙুল পড়ে যায় এবং ফয়সালের মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ও আইফোন নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাকচালকের সহকারী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে একজন ছিনতাইকারী ও একজন ভিকটিমের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেই সাথে এই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে রূগঞ্জ থানা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেফতার করতে পারবো। 

Islam's Group