মেট্টোরেলের এমআরটি-২ এবং এমআরটি-৪ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবীতে ১৫০০ এর অধিক গণসাক্ষর সহ নারায়ণগঞ্জ এর ডিসি মো. জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করেছে নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এমআরটি-২ এবং এমআরটি-৪ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবীতে গণসাক্ষর কর্মসূচির প্রথম দিনে ১ হাজার ৫০০ জনের অধিক মানুষ গণসাক্ষর করেছিল। সেসকল গণসাক্ষর নিয়ে ডিসি বরাবর স্মারক প্রদান করেছে এনজিবি।
এনজিবির ছাত্র প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিন এর স্বপ্ন এই মেট্রোরেল। সেখানে প্রতিবার এর মতো নারায়ণগঞ্জ কে এবারও বঞ্চিত করা হচ্ছে এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জ কে সুংযুক্ত করার প্রকল্প বাদ দিয়ে। বলা হচ্ছে এমআরটি-৭ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করা হবে জয়দেবপুর এর রুটে। যেখানে এম আরটি ২ এর কাজ ই শুরু হয় নাই সেখানে এমারটি ৭ তো অনেক দূরের কথা। আগামী ৩০বছরেও আমরা দেখতে পাবো কিনা জানিনা। সে সুবাদে নারায়ণগঞ্জ এর মানুষের স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়নে দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা কাজ করছি। ১০ই জানুয়ারি আমরা চাষাঢ়া শহীদ মিনারে মেট্রোরেলের পক্ষে গণসাক্ষর এর আয়োজন করি এবং অল্প সময়েই আমরা অনেক বেশী সাড়া পাই। ১৫০০ এর ও বেশী সাক্ষর নিতে আমরা সক্ষম হই। সেসকল গণসাক্ষর নিয়েই আমরা আজ ১১ জানুয়ারি ডিসি কে স্মারক প্রদান করি। আশা করি শীঘ্রই আমাদের আশা পূরণ করতে উনি পদক্ষেপ নিবেন।
উপস্থিত ছিলেন জুবায়ের (জুলাই আহত), আলিফ দেওয়ান, মেহরাব হোসেন প্রভাত, মোজাম্মেল হক সাগর, ফাহিম মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, জোবায়ের আহম্মেদ সিয়াম, সোহেল ইসলাম ইফতি, তৌওহিদ রহমান, ফাহিম খন্দকার অনিক, শেখ মাসরুর পারভেজ রাফি, তাসফিয়া জিন্নাত ইলমা, নুসরাত জাহান ইলা, তামিম আহমেদ, মোঃ শান্ত আহমেদ, আকাশ আহমেদ, রুবেল, ফাহিম খান, শাকিব হোসেন অভি, নাসির খান, মাহবুবুর রহমান, সিয়াম আহমেদ, মেহেদী হাসান, রাভি ইসলাম মুন্না সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন :