বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল মেট্রোরেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিটিসিএ এর অতিরিক্ত নির্বাহী পরিচালক কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার জোর দাবি জানানো হয়। ফলশ্রুতিতে ডিটিসিএ এর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান প্রকল্প সম্পর্কে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন করেন।
তিনি জানান, ডিটিসিএ এর পক্ষ থেকে তারা এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার চেষ্টা করবেন। তিনি আরো জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে সেটা আরো গ্রহণযোগ্য হবে।
আপনার মতামত লিখুন :