News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিস সদর থানা দাওয়াতি মাসের কর্মসূচি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:০৭ পিএম বাংলাদেশ খেলাফত মজলিস সদর থানা দাওয়াতি মাসের কর্মসূচি

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার উদ্যোগে দাওয়াতি প্যাভিলিয়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি মাসের কর্মসূচির অংশ হিসেবে চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি হাজী মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহানগরীর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনে রিক্সা মার্কার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল-আমিন রাকিব।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সহ সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আনোয়ার আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মো: ওসমান ও ফতুল্লা থানা দক্ষিণের প্রচার সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম সহ প্রমুখ।

দাওয়াতি প্যাভিলিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করে আলেম, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদস্য ফরম পূরনের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।

Islam's Group