News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সোনারগাঁ বিএনপির মুক্ত আলোচনা সভা গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৫৪ পিএম সোনারগাঁ বিএনপির মুক্ত আলোচনা সভা গণসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মুক্ত আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

মুক্ত আলোচনায় সহস্রাধিক সাধারণ জনগণ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন।

সভা শেষে স্থানীয় বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা একযোগে গণসংযোগে অংশ নেন। এসময় নেতাকর্মীরা দলীয় নেতার পক্ষে জনসমর্থন আদায়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Islam's Group