News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

এক রমজানে নিঃস্ব শত শত মানুষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:১২ পিএম এক রমজানে নিঃস্ব শত শত মানুষ

রমজান আলীর সমিতির ম্যানেজার ছিলেন হাবিবুল্লাহ শিপলু। সমিতির প্রায় দুই শতাধিক গ্রাহকের দাবী কয়েক কোটি টাকা জমা করে তারা এখন নিঃস্ব। সেই চাপ যাচ্ছিল শিপলুর উপর। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে গেছেন পরপারে। এক রমজানের কারণের গ্রাহকের যেমন নিঃস্ব হয়েছে তেমনি একটি পরিবারও হয়ে গেছে লন্ডভন্ড।

এলাকাবাসী জানান, গত পাঁচ বছর আগে বৌ বাজার এলাকায় স্থানীয় রমজান আলীর মালিকানাধিন সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমিতির অফিসে ম্যানেজার হিসেবে চাকরি করতেন শিপলু। ওই সময় রমজান আলী শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাত করে সমিতির অফিস বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় রমজান আলীর বিরুদ্ধে মামলাও হয়। তবে গ্রাহকরা তাদের পাওনা টাকা না পেয়ে ম্যানেজার শিপলুকে নানাভাবে চাপ দিতেন। এরপর থেকে শিপলু মানসিক অশান্তিতে ছিলেন এবং আত্মহত্যার পথ বেছে নেন।

গ্রাহকদের অভিযোগ, সমিতির মালিক রমজান আলী টাকা বুঝিয়ে দেবার কথা বললেও নানাভাবে হয়রানি করে আসছেন। সমিতির বেশ কয়েকজন গ্রাহক ও অর্থ বিনিয়োগকারির সাথে কথা বলে জানা যায়, আর্থিক মুনাফা লাভের আশায় জেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মানুষ নগদ অর্থ বিনিয়োগ করেছেন এই সমিতিতে। মাসিক ভিত্তির সঞ্চয়, দীর্ঘমেয়াদি সঞ্চয় (ডিপিএস) ও দুই থেকে দশ বছর মেয়াদে (এফডিআর) মোটা অংকের অর্থ বিনিয়োগ করেন তারা।

তবে কোন ধরণের লাইসেন্স বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘ আঠারো বছর যাবত এভাবেই অবৈধভাবে সমিতি পরিচালনা করে আসছেন মালিক রমজান আলী। এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ি, জমি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এজেন্ট হওয়াসহ অঢেল সম্পদের মালিক হওয়ার কথা স্থানীয়রা বলছেন।

২০২১ সালে এ নিয়ে টানা আন্দোলন হয়েছিল। তখন শত শত গ্রাহক সমিতির কার্য্যালয় ঘেরাও করেন। মালিক রমজান আলীকে অবরুদ্ধ করে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। কেউ দুই লাখ, সর্বন্মি চার লাখ থেকে শুরু করে দশ লাখ টাকা ফেরতের দাবিতে একেকজন চড়াও হন রমজান আলীর উপর। এক পর্যায়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, ‘শিপলুর পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি শিপলু দীর্ঘদিন আগে স্থানীয় একটি সমিতিতে চাকরি করতেন। সমিতির মালিক রমজান আলী অনেকের টাকা আত্মসাত করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলাও হয়েছে। তবে গ্রাহকরা টাকা না পেয়ে শিপলুকে নানাভাবে চাপ দিতো।’

Islam's Group