নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে বন্দরের মদনপুর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির পরিদর্শক এনায়েত হোসেন জানান, আড়াইহাজার থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিম এজাহারভুক্ত আসামী। তাকে সহ জিয়া নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
আপনার মতামত লিখুন :