News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত আলমকে দেখতে গণসংহতি‍‍`র নেতৃবৃন্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৯:৩২ পিএম ডেঙ্গু আক্রান্ত আলমকে দেখতে গণসংহতি‍‍`র নেতৃবৃন্দ

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৫ টায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলমকে দেখতে ডনচেম্বার এলাকায় তার বাড়িতে যান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। আলমগীর হোসেন গত ৬ দিন যাবৎ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত দুদিনে তার রক্তে প্লাটিলেট ৯০ হাজার থেকে ৭৫ হাজারে নেমে আসে। নেতৃবৃন্দ তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, প্রচার সম্পাদক শুভ দেব, প্রতিবেশ আন্দোলনের আহবায়ক এস এম রাব্বি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মুনা। এসময় আলমগীর হোসেন আলম তার দ্রুত সুস্থতা জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চান।