নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার দিনগত গভীর রাতে এ থানাস্থ গোদনাইল এলাকা হতে তাদের আটক করা হয়।
সকালে র্যাব-১১ এর লে: কমান্ডার ও কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং মো. শহীদের ছেলে জয় (২৬)।
র্যাব জানায়,গোপন সংবাদের মধ্যমে অভিযান পরিচালনা করলে আটকদের নিকট হতে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। উদ্ধারককৃত অস্ত্রের মধ্যে একটির বডিতে মেড ইন ইংল্যান্ড এবং অপরদিকে ফ্লেয়ার গান লিখা রয়েছে। এসময় অপরাধীদের কাছে দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। আটকরা তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র সক্ষম হয়নি।
আরও বলে, আটককদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দেন যে উদ্ধারকৃত অবৈধভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা এথানাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব।
আপনার মতামত লিখুন :