নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি। আর সোনারগাঁ হচ্ছে বিএনপির ঘাঁটি। এই আসনে অসংখ্য বিএনপি নেতা এমপি প্রার্থী হবেন। এটি না হলে সোনারগাঁয়ে বিএনপি কতটুকু সমৃদ্ধশালী তা বুঝা যাবে না। তাদের মধ্য থেকে যেই মনোনয়ন পাবেন তার জন্য আমি আজ অগ্রীম ভোট চেয়ে গেলাম। আমার নিজের জন্য ভোট চাইলাম না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁ একত্রে হওয়ায় আমার দায়িত্ব বেড়ে গেছে। আমি সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছি। সে হিসেবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা আমার দায়িত্ব ও কর্তব্য। যদি বিএনপির প্রার্থী এখানে বিজয় লাভ না করে অনেকের চাইতে বেশি মানসম্মান নষ্ট হবে আমার এবং আমি সমালোচিত হবো। আমি চেষ্টা করবো এই আসনে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করার জন্য। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। দলীয় নেতাদের সমালোচনা করবো না। যদি করি তাহলে দলের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে। আমরা ঐক্যের বন্ধনে কাজ করতে চাই।
আপনার মতামত লিখুন :