News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

দুর্গাৎসব আয়োজনে বন্দরে প্রস্তুুতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৮ পিএম দুর্গাৎসব আয়োজনে বন্দরে প্রস্তুুতি সভা

শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষ্যে বন্দরে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টায়  উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলক সিসি টিভি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গুজবে কান না দিয়ে সর্তক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখে বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টিন আশিকুর রহমান বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন মঞ্জু, বন্দর উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা খোরশেদ আলম, বন্দর উপজেলা জামায়াত ইসলামী রাজনৈতিক বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম, ও বন্দর থানা ২২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিবু দাস প্রমুখ।

এ ছাড়াও প্রস্তুতি মূলক সভায় আরো  উপস্থিত ছিলেন বন্দরে ২৮টি পূজামন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ বন্দর ফায়ার সার্ভিস ও বন্দর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রস্তুতি মূলক সভায় বক্তরা বলেন, বন্দরে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য সভায় একমত পোষন করা হয়। এ ছাড়াও পূজা শুরু  পূর্বে  রাস্তার পাশে ল্যাম্পপোস্ট গুলো সচল করার প্রতি পল্লী বিদ্যুৎ সমিতিকে অবগত করা হয়। ২৮টি পূজামন্ডপে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন জানান, প্রস্তুতি মূলক সভা থেকে আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন। প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলক ভাবে সিটি টিভি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রোপ্রাগান্ডা গুজবে কান না দিয়ে সর্তক থাকার আহবান সহ যেকোন সমস্যায় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেতে পুলিশকে অবগত করার কথা বলেছেন।

তিনি আরো জানান, বন্দর উপজেলা প্রশাসনের পাশাপাশি বন্দর থানা পুলিশের সাথেও দুর্গাৎসব নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

Islam's Group