আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শিল্পপতি শাহ আলমের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাঁর ছেলে আহনাফ রাফসান শাহ (সাহিল)। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ করেছেন। ইতোমধ্যে সেই ছবি ছড়িয়েছে স্যোশ্যাল মিডিয়ায়। অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে যান। তাঁর সফরসঙ্গী হিসেবে নিউইয়ার্কে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরসহ আরও বেশ কয়েক জন।
সেই তালিকায় কোন গণমাধ্যম শাহ আলম পুত্র সাহিলের নাম প্রকাশ করেনি।
তারপরেও শাহ আলমের অনুসারীরা প্রচার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের ৮০ তম সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে বেশ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে ছিলেন তিনি। ওই নির্বাচনে মাত্র ২৩৮৯ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিল্পপতি শাহ আলম বিএনপির মনোনীত প্রার্থী হলেও পরে তাকে বসিয়ে জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে দেয়া হয়।
বর্তমানে আবারও তার নাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠে এসেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জে তাঁর প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে জেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :