News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

আড়াইহাজারে প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন আজাদ ও রাকিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৮:৫৪ পিএম আড়াইহাজারে প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন আজাদ ও রাকিব

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালুয়াকান্দি এলাকার খুদেজা আক্তার (৩০) নামের এক গর্ভবতী নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর মানবিক বিপাকে পড়েন। স্বামী হাসপাতালে রেখে চলে গেলে আর ফিরে আসেননি। পরবর্তীতে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আড়াইহাজার হেল্পলাইনে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশিত হয়। 

পোস্টে বলা হয়, খুদেজা আক্তার ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিলেও হাসপাতালের বিল পরিশোধ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এমন পরিস্থিতিতে বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক  সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন। তারা নবজাতকের জন্ম থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক সহায়তা অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে। তাদের পক্ষে বিএনপি নেতা আব্বাস আলি ও ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু হাসপাতালে গিয়ে অনুদানের টাকা তুলে দেন।

Islam's Group