News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:২৯ পিএম তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য কাজ করতে জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ এবং দলের সহযোগী শক্তি হিসেবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এই সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (১ অক্টোবর) রাতে তার নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- সিদ্ধিরগঞ্জ থানা-এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে এ আহবান জানান।

গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, দেশের মানুষ আর অশান্তি চায় না। তারা নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চাইছে। গণতন্ত্রের প্রতি তাদের আস্থা আছে বলেই বিএনপি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ-কান যেভাবে রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নিপরীক্ষার নির্বাচন। এই  কঠিন নির্বাচনে আপনি সব ষড়যন্ত্র উপেক্ষা করুন।

তিনি বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা করেছিলেন তেমনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি, পরে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের হাল ধরেন এবং আধুনিক বাংলাদেশ গঠন করেন। পরে দেশে যখন আবার স্বৈরাচারের আবির্ভাব হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন- সংগ্রামের মধ্যদিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন, গত ১৫-১৬ বছর শেখ হাসিনা যখন দেশে স্বৈরাচার কায়েম করেছেন, তখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- সিদ্ধিরগঞ্জ থানা-এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Islam's Group