নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারীগলি পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালামের মুখোমুখি হন বর্তমান আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু তাদের একে অপরের সাথে কোন কথা হয়নি, চোখ চোখ হলেও হাস্যোজ্জল চেহারা নিয়ে নিরব ছিলো তারা। দুই পক্ষ নেতা-কর্মীদের বহর অতিক্রম করে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু। যার কারণে কোন পক্ষ সাথে কোন ঝামেলা হয়নি, বরং আবুল কালাম স্বাগত জানিয়ে স্লোগান মুখরিত ছিলো তার সমর্থকদের।
১ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে ঋষিপাড়া দুইটি মন্ডপ পরিদর্শনে পৃথক মহড়া নিয়ে যান আবুল কালাম ও সাখাওয়াত হোসেন। এক পর্যায়ে পরিতোষ কুমার সাহার মন্ডপ পরিদর্শন শেষে ভিতরে আরেকটি মন্ডপ যাত্রাকালে দুইটি মিছিলের বহর মুখোমুখি হন। তখন এগিয়ে যান মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু তারা দুই বলয়ে নেতাকর্মীদের বেষ্টনী মাধ্যমে অতিক্রম করে দেয়। ফলে পরিবেশ বিশৃঙ্খলা রোধ হয়ে দুই পক্ষ স্লোগান দেয়।
বাদ এশা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালামের নেতৃত্বে মহানগর বিএনপি একাংশ নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, কাচারীগলি, ডাইলপট্টি ও ঋষিপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ওই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হিন্দু নেতা বাবু পরিতোষ কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন আমিনুল ইসলাম মিঠু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে ১৫ ও ১৮নং ওয়ার্ড নেতা-কর্মীরা পূজা মন্ডপ পরিদর্শনে যান।
আপনার মতামত লিখুন :