News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখবো : আব্দুল জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৮:৩১ পিএম নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখবো : আব্দুল জব্বার

ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। শুক্রবার ৩ অক্টোবর সকালে ফতুল্লা এক অডোটিরিয়ামে অনুষ্ঠিত এ সভায় শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক প্রতিনিধিরা ন্যায্য মজুরি, শ্রমিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা ও আবাসন সমস্যাসহ নানা দাবি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের দিয়ে শিল্প কারখানা চলে, অথচ তাদের অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না।

মতবিনিময় সভায় মাওলানা আব্দুল জব্বার বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির ম‚ল ভিত্তি। অথচ তাদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখব।

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় শ্রমিক নেতারা মাওলানা আব্দুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য আমীন আহমাদ মস্তান, কর্মপিরষদ সদস্য ও ৯নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি মো. বেলায়েত হোসেন সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

Islam's Group