৩ অক্টোবর শুক্রবার বিকালে মিশনপাড়া আন-নুর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী শিহরণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সর্ব পর্যায়ের শিল্পী সাহিত্যিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিহরণ সাহিত্য সংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী(ভার্চুয়ালি) বক্তব্য রাখেন শিহরণ সাহিত্য-সংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা, মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মানোয়ার হোসাইন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা সাহিত্য কেন্দ্রের অফিস সম্পাদক মো. মাসুদ রানা এবং দেশীয় সংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক ও বিশিষ্ট নাট্য অভিনেতা মো. মনিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নিবেদন সাংস্কৃতিক সংসদের পরিচালক মো. আব্দুল নূর, শীতলক্ষা সাংস্কৃতিক সংসদের পরিচালক ইকবাল হোসেন মঞ্জু, শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মনিরুল আলম মনির।
আপনার মতামত লিখুন :