নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর বিরুদ্ধে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন একজন ছাত্রদল নেতা।
ছাত্রদল সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি মো. খোরশেদ আলম ওই গুরুতর অভিযোগ তুলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন।
তিনি বলেছেন, ২০২০ সালে ছাত্রদলের সরকারিস ফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পাই। পরের বছর ২০২১সালে আনোয়ার হোসেন অনুর ছোট ভাই দলিল লেখক রফিক জাল দলিল করতে গেলে গণপিটুনির শিকার হয়। তখন নানাকৌশলে আমাকে ঘটনার সঙ্গে জড়ানো হয়। আমি যখন প্রতিবাদ করতে চাই এই ঘটনার সাথে কোনভাবেই আমি জড়িত ছিলাম না তখন তারা আমকে আশ্বস্ত করে যে তাদের মেয়ের জামাতা সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের নেতা আমার সকল নিরাপত্তা দিবে। তারপর থেকে আনোয়ার হোসেন অনুর ফ্যামিলির সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠে। এটাকে কাজে লাগিয়ে অসংখ্য অন্যায়মূলক কাজে আমাকে ব্যবহার করতে চায়। তাদের কথায় আমি রাজিনা হওয়ায় আমাকে ফাঁসানোর ভয় দেখিয়ে চুপ রাখে। পরে তাদের থেকে ওই মামলার কোনরকম সহযোগিতা আমাকে করে না।
খোরশেদ বলেন, ২০২৪ সালে কোটা আন্দোলন যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নেয় আমাকে এবং অনেক নেতাকর্মীসহ সাধারণ মানুষকে আন্দোলন থেকে দূরে থাকার অন্য চাপ দিতে থাকে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনসাধারণ মানুষ যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করে তখনই তাদের ভিন্ন রূপদেখা যায়, সন্ধ্যারপর থেকে আড়াইহাজার বাজারে অসংখ্য দোকান এবং মার্কেট দখল করে এবং রাতে মধ্যেই মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারপর থেকে তারা এই চাঁদাবাজির রঙ্গ মেলায় মেতে উঠে আনোয়ার হোসেন অনুর একটি ক্যাডারবাহিনী আছে যাদের নিয়ন্ত্রণ করে শিবপুর গ্রামের আরাফাত সিদ্দিক যাকে সবাই বোমা আরাফাতনামে চিনে। ৭ থেকে ৮ আগস্ট তাদের নির্দেশে আরাফাত গ্রুপ নিয়ে শিবপুর গ্রামে পৌরসভার আওতাধীন ড্রেনের ঠিকাদারকে বেপরোয়া মারধর এবং ১০ লাখটাকা চাঁদা দাবি করে। সন্ধ্যার পর বিচার করার আশ্বাস দিয়ে অনুর ছোটভাই আশিক ২ লাখ টাকা নিয়ে সমাধান দেয়। এমন অসংখ্য নজিরবিহীন ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। এক কথায় সমাধান এর নামে নামে নিরবে এখনো তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আমি আমার ছাত্রদলের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি আওয়ামী লীগের পক্ষে কাজ করা আনোয়ার হোসেন অনু যাতে করে ভবিষ্যতে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। সেই পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধ করছি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের দৃষ্টিআকর্ষণ করছি।
আপনার মতামত লিখুন :