বাণিজ্যিক এলাকা টানবাজারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ‘অপরাজিতা নগর বিদ্যালয়’ শহরের সবচেয়ে আধুনিক স্কুল। ১০ তলা ভবনের নিচতলা বাণিজ্যিক এবং উপরের ৯ তলায় রয়েছে প্রায় অর্ধশত ক্লাসরুম। স্কুলের প্রতিটি কক্ষ এমনভাবে নকশা করা যার ভেতর দিয়ে পর্যাপ্ত আলো বাতাসও প্রবেশ করতে পারবে। রাখা হয়েছে লিফট ও জেনারেটরের ব্যবস্থা। এছাড়া স্কুল ভবনের সামনে দৃষ্টিনন্দন খেলার মাঠ, শহীদ মিনার সকলের নজর কেড়ে নিবে।
গত ২৬ সেপ্টেম্বর দুপুরে সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডে অবস্থিত অপরাজিতা নগর বিদ্যালয় পরিদর্শনে যান নাসিকের প্রশাসক ড. আবু নছর আব্দুল্লাহ এবং সিইউ মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বিদ্যালয়টি দেখে মুগ্ধ হন প্রশাসক। তিনি স্কুল প্রাঙ্গণ ঘুরে সিঁড়ি বেয়ে উপরে উঠে বেশ কয়েকটি ক্লাসরুম ঘুরে দেখেন। বলেন, খুব ভালো কাজ হয়েছে। এটি হয়তো সিটি করপোরেশনের সবচেয়ে ভালো স্কুল হতে পারবে যদি পরবর্তী কাজগুলো ঠিকমতো হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউ) মোহাম্মদ জাকির হোসেন এ সময় বলেন, এই স্কুলটি শহরের সবচেয়ে আধুনিক স্কুল হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে অনেক স্কুল আছে তবে এটার মতো অন্য কোথাও খুব কমই দেখতে পাবেন। আমরা আগামী বছরের শুরু থেকে এই স্কুলে ভর্তি নেবো। ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দেয়ার প্রকৃয়াও শুরু হয়েছে। তিনি আরো বলেন, একটি স্কুল আসলে যেমন হওয়ার দরকার আমাদের এই স্কুলটা আসলে তেমনই হয়েছে। আমরা চেষ্টা করবো স্কুলের শিক্ষার মানও যাতে ভালো হয়। এই স্কুল থেকে আগামীতে মেধাবীরা বের হবে।
জানা গেছে, সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস তার নির্বাচনী ইশতেহারে তার ওয়ার্ডে একটি আধুনিক বিদ্যালয় গড়ে তুলবেন বলে উল্ল্যেখ করেছিলেন। পরবর্তীতে তিনি কাউন্সিলর নির্বাচীত হলে সাবেক মেয়র আইভী এই স্কুল করার জন নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :