News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:৪৩ পিএম আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আসমত আলী ওরফে আছু (৩৮) পলাতক রয়েছে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর রাত ৯টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী গতরাতে এক বাড়িতে ওরশের অনুষ্ঠানে যান। আসমত আলী সেখান থেকে ওই কিশোরীকে তুলে পাশের একটি খালের পাড়ে নিয়ে ধর্ষণ করেন বলে জানিয়েছেন কিশোরীর মা।

কিশোরীর মা বলেন, “রাতে ও বাড়ি ফিরে আমাদের জানায়। আমরা তখন প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দায়ের করেছি।

Islam's Group