News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

কদমরসুল সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের হেদায়েতের লক্ষ্যে বিশেষ দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:২৯ পিএম কদমরসুল সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের হেদায়েতের লক্ষ্যে বিশেষ দোয়া

নারাায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষ্যা নদীতে নির্মাণাধীন "কদমরসুল সেতু" দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে কদমরসুল সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলন। শুক্রবার বাদ জুম্মার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

কদমরসুল সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলনের সমন্বয়ক এডভোকেট শরীফুল ইসলাম শিপলু  জানান, নির্মাণাধীন "কদমরসুল সেতু"  এর কাজ বাধাগ্রস্ত করতে রেলওয়ের ও ফুটপাতের অবৈধ দখলদার থেকে লাভবান হয়ে একটি মহল অপকৌশলে লিপ্ত। সকল বাধা কাটিয়ে নির্মাণ কাজ ত্বরান্বিত করা সহ ষড়যন্ত্রকারীদের হেদায়েতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আবেদন করা হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পরে বন্দরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Islam's Group