News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৮:১৬ পিএম ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রাণবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ করে মুসুল্লিরা।

শুক্রবার ৩ অক্টোবর জুমআ নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হওয়া মুসুল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দেশটির স্বাধীনতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

বক্তারা বলেন, ইসরায়েল একের পর এক ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। এজন্য সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে। 

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক আল আমিন তুষার,পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ।

Islam's Group