হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, যদি দেখতে মন চায় আফগানিস্তান যাও। মোল্লারা দেশ কিভাবে চালায় দেখে আসো। এত সুন্দরভাবে যেহেতু মোল্লারা দেশ চালাবে নিজের বানানো মন্ত্র তন্ত্র নয় তারা দেশ চালাবে আল্লাহ এবং তার রাসূলের মন্ত্র তন্ত্র দিয়ে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, আমরা চাই ইসলামী ইমারত কায়েম করো আর মোল্লাদের হাতে দিয়ে দাও কোরআন হাদীস মতে দেশ চালাবে। খোদার কসম! কোনো অশান্তি থাকবে না এদেশে। কোরআন এবং হাদীসের বিধান অনুযায়ী আপনি দেশ চালান দেখবেন দেশে কোনো অশান্তি থাকবে না। সেখানে কোনো একটি মামলা ১৫ দিনের উপড়ে যায় না।
তিনি আরও বলেন, সেখানে কোনো উকিলের কারবার নাই। আমাদের দেশে যতো পেরেশানী উকিলদের নিয়ে। আমি আমার কথা বলি নাই। আমি ইসলামী হুকুমত দেশের কথা বলতেছি। সেখানে উকালতি নাই। সবচেয়ে বড় উকিল হলো বাদী বিবাদী আসো সাক্ষী নিয়ে আসো হানাফী মাজহাব অনুযায়ী রায়গুলো প্রতিষ্ঠা হয়। কোনো ঘুষের কারবার নাই। কোনো একটা বিচারকে টাকা দিয়ে অন্যদিকে নেয়ার কোনো সুযোগ নাই।
আল্লামা আব্দুল আউয়াল বলেন, সবকিছু কোরআন এবং হাদীস অনুযায়ী চলছে। সত্যিকার অপরাধীকে অপরাধী হিসেবে শাস্তি কেউ যদি কারও নামে মিথ্যা প্রতারণা করে থাকে সেটারও বিধান অনুযায়ী শাস্তি আছে। উলামায়ে কেরাম দেশ চালাতে পারে কিনা দেখে আসো। এই দেশটাকে যদি ইসলামী ইমারত বানাতে চাই আপনার জন্য শাহাদাতের নজরানা রাখতে হবে। যদি নজরানা দিতে পারেন তাহলে বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম হবে।
আপনার মতামত লিখুন :