শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিকতা প্রকাশের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেনবাজার ইউনিয়ন এবং বারদী ইউনিয়নের মোট ১১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনব্যাপী এ পূজা মণ্ডপ পরিদর্শনে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই কামনা করেন। এসময় তিনি বলেন, “বিএনপি সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। আমাদের বাংলাদেশ সবার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশের নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করবে।”
মান্নানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি তাইজুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, জাসাসের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন বিএনপি নেতা নাছির মেম্বার, হালিম মেম্বার, মতিন, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল, খায়রুল, রতন, মাহফুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পূজা মণ্ডপগুলোতে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উৎসবমুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিত্র উঠে আসে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিটি ধর্মীয় উৎসবে বিএনপি নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে দাঁড়ান। আগামীতেও এই ঐতিহ্য বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :