News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৯:৪৭ পিএম নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন

শুক্রবার ৩ অক্টোবর বিকাল ৫ টায় গণসংহতি আন্দোলন দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করে জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। 

মতবিনিময় সভায় মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে গণসংহতি আন্দোলনের দলীয় প্রার্থী (মাথাল মার্কা) হিসেবে তরিকুল সুজনের নাম প্রস্তাব করেন। গণসংহতি আন্দোলনের বিভিন্ন থানা এবং গণসংগঠনের নেতৃবৃন্দ এই প্রস্তাবকে সমর্থন করেন।

তরিকুল সুজন বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিজয় অর্জিত হয়েছে। গত ১৫ বছরে গুম-খুন সন্ত্রাসের বিপরীতে বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। এখন সময় নারায়ণগঞ্জকে নতুন ভাবে গড়ে তোলার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, মহানগর কমিটির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য মো. শাহজালাল, সিদ্ধিরগঞ্জ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মো. জিয়াউর রহমান, সদস্য সচিব মো. সোহাগ, বন্দর থানা কমিটির সংগঠক আর এইচ পলাশ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হাসান হৃদয়, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সংগঠক রনি শেখ, দেলোয়ার হোসেন, প্রতিবেশ আন্দোলনের সংগঠক তাইদ নূর প্রমুখ। 

Islam's Group