News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ফুটবল তরুণদের ঐক্য শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে : সজীব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৭:৫৪ পিএম ফুটবল তরুণদের ঐক্য শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে : সজীব

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে’’ মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম হাজী আব্দুর রহমান মুন্সী ও মরহুম হাজী নেহালউদ্দিন স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীর সভাপতিত্বে আয়োজিত এ খেলায় রোমাঞ্চকর লড়াইয়ে দলোরদী এলিভেন স্টার ৪-৩ গোলে আনন্দবাজার ইহান একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলার মাঠের চারপাশে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত থেকে পুরো ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে প্রধান অতিথি খাইরুল ইসলাম সজিব বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন,খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। যুবদল মাঠে যেমন খেলছে, তেমনি গণতন্ত্রের আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখবে।

খেলা শেষে বারদী বাজার এলাকায় খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের অংশগ্রহণে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Islam's Group