নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবশেষে এক মঞ্চে উঠলেন মনোনয়নবঞ্চিত কাজী মনিরুজ্জামান মনির ও বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দুই নেতার ঐক্য দেখে উপস্থিত হাজার হাজার কর্মী সমর্থকরা স্লোগান ও করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।
এ সময় কাজী মনির বিএনপির প্রার্থী দিপু ভূঁইয়ার হাত উঁচিয়ে ধরে সমর্থন জানান। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রূপসী কাজীপাড়ায় অবস্থিত কাজী মনিরের বাড়িতে অনুষ্ঠিত কর্মিসভায় এ পরিবেশের সৃষ্টি হয়।
দলটির নেতারা জানান, বুধবার সন্ধ্যায় কাজী মনির তার অনুসারীদের নিয়ে তার বাড়িতে সভা করছিলেন। সভা চলাকালীন অনেকটা আচমকা বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন সেখানে। এ সময় তিনি কাজী মনিরের পাশে গিয়ে বসেন।
দিপু ভূঁইয়া বলেন, তিনি আমার চাচা।আমার মুরব্বি। তার নির্বাচন করার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার কোনো অভিজ্ঞতা নেই। এবারের নির্বাচন আমার চাচার নেতৃত্বে করতে চাই। আমি নমিনেশন পাইনি, নমিনেশন পেয়েছে রূপগঞ্জের প্রতিটি মানুষ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, আওয়ামী লীগের আমলের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ-যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।
এ সময় তিনি দিপু ভূইয়ার হাত উঁচিয়ে তার প্রতি সমর্থন জানান।








































আপনার মতামত লিখুন :