নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ( রেজি:নং ২৫৫৮/ঢাকা) উদ্যোগে সাবেক সদস্যদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই ভাতা প্রদান করা হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহম্মেদ শহিদ ও সদর থানা যুবদল নেতা সিকদার বাপ্পি চিশতী উপস্থিত থেকে বয়স্ক শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেন।
সাব্বির আহম্মেদ শহিদ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ভাইরা আমাকে নেতা বানিয়েছেন।আমি সব সময় আপনাদের কল্যাণে কাজ করে যাবো। সম্মানী ভাতা সম্ভাব্য নারায়ণগঞ্জ জেলার সকল সদস্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো। সব সময় যেন এই কার্যক্রম চলমান থাকে সেই ব্যবস্থা করবো।
এসময় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মস্তান প্রধান, লুৎফর রহমান মন্টু, শহিদুল ইসলাম, মোহাম্মদ রফিক, মো. হারুন ভাই, মোহাম্মদ টিটু, মো. মালেক সরদার, আনোয়ার হোসেন ও শাকিল প্রমুখ।








































আপনার মতামত লিখুন :