News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৩ পিএম ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ চাইনিজ দুয়ারী নেট তৈরির একটি কারখানায় মৎস্য অধিদপ্তর ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার বিপুল পরিমাণ দুয়ারী নেট জব্দ করা হয়েছে।  

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা দেওয়ানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।

র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার আল মাসুদ খান জানান, নিষিদ্ধ এই চাইনিজ দুয়ারী নেট দেশের নদ-নদীতে মাছের প্রাকৃতিক উৎপাদন ধ্বংস করে দিচ্ছে। জলজ পরিবেশ ও প্রজনন মৌসুমে এটি মারাত্মকভাবে ক্ষতিকর ভূমিকা রাখে। এসব নেট ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Islam's Group