News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

কে ইউ আকসির মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৯:১৬ পিএম কে ইউ আকসির মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রয়াত জাতীয় ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদ আকসির স্মরণে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ নারায়াণগঞ্জ জেলা কে ইউ আকসির মেমোরিয়াল ৫০ ওভার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর  আয়োজনে করেছে।

১৮ অক্টোবর নারায়াণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক  উদ্বোধন হলো। 

জেলার ৮টি ক্লাব ও একাডেমি এই টুর্নামেন্টে রবিন লীগ পদ্ধতিতে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকসির এর সহধর্মিণী ক্রীড়া ও সামাজিক সংগঠক আঞ্জুমান আরা আকসির। উপস্থিত ছিলেন আরাফাত আহমেদ রাজিব, জাকির আহমেদ রুবেল,  জাকারিয়া ইমতিয়াজ, জুয়েল হোসেন মনা, রফিকুল হাসান রিপন, জলিসুর রহিম, মশিউর রহমান সোহেল, সেলিম রেজা প্রমুখ।  

Islam's Group