News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

মান্নানের বিরুদ্ধে মানববন্ধন দলের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৯ পিএম মান্নানের বিরুদ্ধে মানববন্ধন দলের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে মানববন্ধন করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপির কেউ ছিলেন না দাবী করেছেন নেতারা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা বলেন, সিদ্ধিরগঞ্জবাসী মিথ্যা অপপ্রচারের পাশে নেই। তারেক রহমান সাহেবের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। একটি মহল সেই সিদ্ধান্ত মানতে না পেরে নাটক সাজিয়েছে। জনগণ তা গ্রহণ করেনি।

মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ছিল সম্পূর্ণ সাজানো। বিএনপির কোনো কর্মী এতে অংশ নেয়নি। যারা করেছে তারা শুধু মান্নান সাহেবের বিরুদ্ধে নয় তারা আসলে তারেক রহমানের সিদ্ধান্তকেই অমান্য করেছে। দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়ানোই তাদের উদ্দেশ্য।

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, এ মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিএনপির কেউ নয়। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তারেক রহমানের অনুমোদিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই দলের প্রতি বিদ্রোহী আচরণ। জনগণ ও তৃণমূল এসব চক্রান্ত প্রত্যাখ্যান করেছে।

মহানগর কৃষকদলের সদস্য সচিব সাফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, মান্নান সাহেবের গ্রহণযোগ্যতা যেভাবে বাড়ছে একটি মহল তা সহ্য করতে পারছে না। তাই বারবার ষড়যন্ত্র করছে। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে সাজানো মানববন্ধন করে তারা নিজেদের চরিত্রই উন্মোচন করেছে।

Islam's Group