News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধচারণ, যুবদলের ২ নেতাকে শোকজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৮:৫০ পিএম ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধচারণ, যুবদলের ২ নেতাকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জনসমক্ষে বিরুদ্ধাচারণের অভিযোগে সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. শহীদুর রহমান স্বপন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর (১৮ নভেম্বর) মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী, যা নির্বাচনী পরিস্থিতিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত হয়ে দুই নেতার নিকট প্রেরণ করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ যুবদল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

Islam's Group