News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

বদুকে সংবর্ধনা হোসিয়ারি মালিকদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৯:১৯ পিএম বদুকে সংবর্ধনা হোসিয়ারি মালিকদের

বিসিকের ১১ শতাংশ ভূমি নিজস্ব জায়গা রেজিষ্ট্রেশন করতে ৭০ লাখ টাকা চেয়েছিলো। বিসিকের চেয়ারম্যান সাথে আলোচনা সাপেক্ষে বিনামূল্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে জানিয়েছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। এমন সংবাদে হোসিয়ারী সমিতি ও হোসিয়ারি পল্লী আনন্দ বার্তা ছড়িয়ে পড়েছে।

বিশাল অর্জনে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদুকে সংবর্ধনা দিয়েছেন হোসিয়ারি মালিকরা। ১৮ নভেম্বর মঙ্গলবার সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ হিরু, আকাশ শেখ, হিসাম শেখ, আশিক শেখ, শুভ, সজল অনিক প্রমুখ।  

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, দুলাল মল্লিক, মো. আব্দুর হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, মনির হোসেন, নাছির শেখ প্রমুখ।

বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমি চেষ্টা করে হোসিয়ারি যে কোন কাজ সুন্দর ভাবে করে দেয়ার। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এখানে সভাপতি চেয়ারে বসিয়েছেন। এই জায়গা আগেই জমি রেজিষ্ট্রেশন হয়েছিলো, কিন্তু কাগজটি হারিয়ে ফেলে বিগত সময়ে। বন্যা কারণে কাগজটি পাওয়া যায়নি। এই জমির দলিলটা যে কত মূল্যবান সেটা দিক কেউ গুরুত্ব দেয়নি। বিগত সভাপতি সজলদের সময়ে এই জমি রেজিষ্ট্রেশন করতে ৭০ লাখ আবার ২১ লাখ টাকা লাগবো আওয়াজ শুনছি। আমাদের ব্যাংকে স্থায়ী আমানত করা কারণে ৮০ লাখ টাকা হয়েছে, এটা আরো বাড়বে। যদি জমি রেজিষ্ট্রেশন আবার করা হতো, তাহলে সব টাকা চলে যেত। আমি সিদ্ধান্ত নিলাম, হারানো দলিল কোথাও না কোথাও পাবো। বিসিকের চেয়ারম্যানে সাথে বার বার যোগাযোগ অব্যাহত করতে লাগলাম। এক পর্যায়ে বললাম আপনি তো আমাদের নারায়ণগঞ্জের ভাই। আপনারা দ্বারা জমি দলিলের সমাধান হলে সারাজীবন আপনার অবদান থাকবে হোসিয়ারি সমিতিতে। এক সময়ে তিনি রাজী হন এবং আজ না কাল করতে শুরু করে। বিসিকের চেয়ারম্যান সাহেব, অফিসে তিনি দলিলটি খুজতে খুজতে একদিন পান। সাথে সাথে আমাকে ফোনে জানান, আমার কাছে পাঠানো তথ্য দেন। সেই জমির দলিলটি হাতে পেয়েছি সাথে সাথে হোসিয়ারি সচিবের কাছে জমা দেয়া হয়েছে।

বদু আরও বলেন, এই সমিতির জমিতে বহুতল ভবন করা হবে। নিচ তলা হোটেল বা রেস্তোরা দিয়ে দ্বিতীয় তলা পজিশন ছাড়লে পুরো ভবনের টাকা উঠে যাবে। ভবন নির্মাণে প্ল্যান্ট নিয়ে আমাদের ব্যাংকে থাকা ৮০ লাখ টাকা নিয়ে নামলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। টাকা সব মিলে ছয় তলা ভবন করার চিন্তা ভাবনা রয়েছে, শুধু শুধু টাকা নষ্ট করতে চাই না।

Islam's Group