News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২

বড়দিনে গীর্জা পরিদর্শনে নারায়ণগঞ্জের ডিসি এসপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৪২ পিএম বড়দিনে গীর্জা পরিদর্শনে নারায়ণগঞ্জের ডিসি এসপি

খিস্ট্রান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল থেকে তাঁরা নগরীর গীর্জা গুলো পরিদর্শন করে খিস্ট্রান ধর্মাবলম্বীদের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, "সারা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে "ক্রিসমাস ডে"র উৎসব উদযাপন করে থাকেন। নারায়ণগঞ্জ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, এবং  অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group