News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

জাকির খানকে আলোচনায় আনলেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ পিএম জাকির খানকে আলোচনায় আনলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি থেকে এক প্রকার হারিয়েই যেতে বসেছিলেন আলোচিত সমালোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খান। দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে শোডাউন করে আলোচনায় আসেন জাকির খান। এরপর তার নানান অঙ্গভঙ্গির কারণে হাস্যরসের পাত্র হয়ে উঠেন। বিএনপিতে জনপ্রিয়তা অর্জনের বদলে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেন অনেকে। যেই কারণে নির্বাচনের আলোচনায় আসা তো দূরে থাক, বিএনপির উল্লেখযোগ্য কোন নেতাই তার কাছে ভিড়েননি জনপ্রিয়তা হ্রাস পাওয়ার ভয়ে।

নিজ এলাকা হিসেবে নারায়ণগঞ্জ ৫ আসনের বাসিন্দা জাকির খান। বিএনপির মনোনয়ন পাওয়ার পর মাসুদুজ্জামান মাসুদ প্রায় গুরুত্বপুর্ন সব নেতার বাসায়, চেম্বারে গিয়ে দেখা করে আসেন। তবে জাকির খানের কাছে ভিড়েননি। সেই সাথে জাকির খানকেও তার নিজের কাছে আসার সুযোগ করেও দেননি। অনেকটা এড়িয়েই চলেছেন বিতর্কিত এই নেতাকে। নির্বাচনের আলোচনার মাধ্যমে রাজনীতি থেকে প্রায় হারিয়েই যাচ্ছিলেন জাকির খান।

তবে হারিয়ে যেতে বসা জাকির খানকে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় নিয়ে এসেছেন নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন পেয়েছেন দাবী করা বিএনপি নেতা ও জেলা বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যম কর্মীদের কাছে দাবী করেন তিনি দলীয় মনোনয়ন পত্র পেয়েছেন। আনঅফিসিয়ালি তাকে এই তথ্য জানানো হয়েছে, যেই কারনে দালিলিক প্রমানপত্র এখনও প্রস্তুত হয়নি। তবে তিনি জামানত বাবদ জমা দেয়া অর্থের রশিদ জমা দিয়েছেন এবং প্রার্থীদের প্রশিক্ষণ কর্মসুচীতে অংশ নিয়েছেন।

সাখাওয়াত হোসেন খান মনোনয়নপ্রাপ্ত দাবী করে বিভিন্ন স্থানে স্থানে হাজির হয়ে দেখা সাক্ষাৎ শুরু করেছেন। প্রার্থী হিসেবে নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন ও পাশে থাকার অনুরোধ জানাচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি জাকির খানের সাথে সাক্ষাৎ করেন। তাকে জড়িয়ে ধরে তোলা বেশ কয়েকটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যার অঙ্গভঙ্গির কারনে বিএনপির কেন্দ্রীয় নেতারা পর্যন্ত বিব্রত। তার কাছে যখন বিএনপির প্রার্থী ছুটে যায় তখন ভোটারদের সামনে প্রার্থীর ইমেজ কোন পর্যায়ে পৌঁছায় প্রশ্ন থেকে যায়।

সমালোচকরা বলছেন, বিতর্কিত ব্যক্তিদের কাছে নিয়ে নির্বাচনী আর্শীবাদ নিয়ে আসা ভোটারদের কাছে নেতিবাচক হিসেবে উপস্থাপিত হবে এনিয়ে কোন সন্দেহ নেই। বিষয়টি এড়িয়ে যাওয়া উচিৎ ছিলো কিংবা গণমাধ্যমে প্রচার না করা প্রয়োজন ছিলো। এর ফলে কেবল সাখাওয়াত হোসেন খান একা বিতর্কিত হবেন না, পুরো দলই ইমেজ ক্ষতিগ্রস্থ হবে। কারন, জাকির খানকে আইডল হিসেবে দেখে না বর্তমান প্রজন্ম। তরুনদের ভোট পাওয়ার জন্য নিতে হবে নানান উদ্যোগ। তা না করে বিতর্কিত ব্যক্তিদের কাছে গেলে তরুনরা প্রার্থী বিমুখ হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group