News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বিএনপি চার প্রার্থীর লক্ষ্য জয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৫৯ পিএম বিএনপি চার প্রার্থীর লক্ষ্য জয়

নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থীরা জোরালো প্রস্তুতি নিতে শুরু করেছেন। তাঁদের টার্গেট যে কোন মূল্যে জয়ী হওয়া। এজন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। চার প্রার্থীর অনুসারীরাও চালাচ্ছেন জোরালো প্রস্তুতি। নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে নির্বাচনের বৈতরণী পার হতে নানা পরিকল্পনা করছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন তিনবারের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাসকুদুল আলম খোরশেদ, বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। মনোনীত হয়ে শহর-বন্দর গুছিয়ে রাখার চেষ্টা মাসুদুজ্জামান সক্রিয় হলেও গত ১৬ ডিসেম্বর তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে তিনি ১৮ ডিসেম্বর বিএনপিকে নির্বাচন থেকে ইস্তফা জমা দেন মাসুদুজ্জামান। পরদিনই তার স্থলে মনোনয়ন বঞ্চিত সাবেক তিনবারের এমপি আবুল কালামকে মনোনয়ন দেয়া হয়।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি এখনো ফাঁকা রেখেছে দলটি। ধারণা করা হচ্ছে এ আসনটিতে গতবারের মতো জোটের প্রার্থী ছাড় পাবেন। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে সাবেক এমপি মোহাম্মদ আলী, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহা আলম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব শেখ মোঃ মশিউর রহমান রনি।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এসএম ওলিউর রহমান আপেল।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর ও তার ভাতিজা বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group