প্রতিবারের মত এবারও ‘ও’ লেভেল মে ২০২৫ পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে জেলার শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল ’চেইঞ্জেস স্কুল’।
গত ২১ আগস্ট লন্ডনের পেয়ারসন এডেক্সেল প্রকাশিত ‘ও’ লেভেল মে ২০২৫ পরীক্ষার ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়। গত ৩১ দুপুর সোয়া ১২টায় স্কুলে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মোট ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সাফেয়া চৌধুরী ১১টি বিষয়ে পরীক্ষা দিয়ে ১১টি বিষয়েই এ স্টার, ১০টি বিষয়ে পরীক্ষা দিয়ে ১০টিতেই এ স্টার পেয়েছে আরসাল হামীম ভূইয়া এবং ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৯টি বিষয়েই এ স্টার যথাক্রমে মোহাম্মদ সাদ, আফসারা আজিজ চৌধুরী সারা। ১০টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৯টি বিষয়ে এ স্টার ও ১টি বিষয়ে এ পেয়েছে মোহাম্মদ আবু সায়েম ভূইয়া, ১০টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টি বিষয়ে এ স্টার ও ২টি বিষয়ে এ মালবিকা মাকসুদ অদরী, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টি বিষয়ে এ স্টার ও ১টি বিষয়ে এ আব্দুল্লাহ আল মামুন, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টি বিষয়ে এ স্টার ও একটি বিষয়ে ওর্য়াল্ড হায়েস্ট পেয়েছে আসেফ আজান পর্ব। ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৭টি বিষয়ে এ স্টার ও ২টি বিষয়ে এ পেয়েছে তাহরীম জাভেদ, ৭টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৭টি বিষয়ে এ স্টার পেয়েছে মাশরাফি আহমেদ এনজেল, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৭টি বিষয়ে এ স্টার ও ১টি বিষয়ে এ পেয়েছে সারিজা নাহরিন আলম আদিবা, ৮টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৬টি বিষয়ে এ স্টার ও ২টি বিষয়ে এ পেয়েছে আহাদ ইসলাম তাসিন, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৫টি বিষয়ে এ স্টার ও ৪টি বিষয়ে এ পেয়েছে তাসিন তাশনিয়া ইউশরা, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৫টি বিষয়ে এ স্টার ও ৩টি বিষয়ে এ পেয়েছে আদরিতা জামান অথৈ, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৬টি বিষয়ে এ স্টার ও ১টি বিষয়ে এ পেয়েছে কানিজ ফাতেমা স্বর্ণা, ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টি বিষয়ে এ স্টার ও ১টি বিষয়ে এ পেয়েছে সুমিত সাহা ও ৭টি বিষয়ে পরীক্ষা দিয়ে ২টি বিষয়ে এ স্টার ও ৩টি বিষয়ে এ পেয়েছে আব্দুল কাদের বিন বাদশাহ জেনি। এছাড়াও এ পরীক্ষায় চেইঞ্জেস স্কুলের সকল শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
এবার চেইঞ্জেস স্কুল থেকে নারায়নগঞ্জ জেলায় সর্ব্বোচ্চ ৫জন ব্রিটিশ কাউন্সিল স্কলার্স এওয়ার্ড পেয়েছে। ১৫জন পেয়েছে পিয়ারসন এডেক্সেল এওয়ার্ড এবং দ্যা ডেইলি স্টার এওয়ার্ড।
আপনার মতামত লিখুন :