নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট প্রতিরোধে প্রতিযোগিতা আইন ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জেলা প্রশাসনের আয়োজেনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে কেউ যাতে যোগসাজশ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে সেই ব্যবস্থা নেয়া। বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করা। যদি কারও বিরুদ্ধে আমরা এই অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তদন্ত সাপেক্ষে এমন ব্যবস্থা নেয়া হবে যেন সারাজীবনের শিক্ষা হয়ে যায়।
তিনি আরও বলেন, আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাই, সেগুলো অনুসন্ধানের মাধ্যমে তদন্ত করছি। তবে যারা ভালো মানুষ তাদের ভয়ের কিছু নেই। আমাদের সমাজে অপরাধীর সংখ্যা খুব কম। অধিকাংশ ব্যবসায়ীরা ভালো কিন্তু এর মধ্যে দুই একজন অপরাধ করে ফেলবে তাদের জন্যই শাস্তি। সেই সাথে আমরাও নিয়মনীতির বাইরে নই আমাদেরও জবাবদিহী আছে। এই কমিশনের কাজ হচ্ছে টেকসই ও প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইকতিদার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।








































আপনার মতামত লিখুন :