News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

 ডেঙ্গু বাড়ছে, কিট আসলে করোনা পরীক্ষা শুরু হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১০:২৩ পিএম  ডেঙ্গু বাড়ছে, কিট আসলে করোনা পরীক্ষা শুরু হবে

এবার নারায়ণগঞ্জে একসঙ্গে ডেঙ্গু এবং করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। গত কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। সামনে বর্ষা পুরোপুরি চলে আসলে তা আরো ভয়াবহ রূপ ধারন করবে বলে ধারনা স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। অন্যদিকে সারাদেশের মতো সামনে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসও প্রভাব বিস্তার করতে পারে বলে জানান তারা। ইতোমধ্যে করোনা ভাইরাস সনাক্ত করার জন্য ঢাকায় কিট চেয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো কিট তাদের হাতে আসেনি। আসলে শহরের কালীরবাজারের সিএমএম কোর্ট ভবন, খানপুর হাসপাতাল বা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের যে কোনো দুটি স্থানে সকলের জন্য করোনা পরীক্ষা শুরু হবে।

জানা গেছে, সারাদেশে গত ১৬ দিনে ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্ত রয়েছেন অসংখ্য রোগী। ধারণা করা হচ্ছে ঢাকার পাশের জেলা হওয়ায় নারায়ণগঞ্জেও করোনা আক্রান্ত রোগী আছেন। কিট সরবরাহের পর পরীক্ষা শুরু হলে তা শনাক্ত হবে বলে ধারনা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে জানতে চাইলে জেলার সিভিল কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্ত হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে। তাই নারায়ণগঞ্জে যে এখন পর্যন্ত কেউ আক্রান্ত নেই সেটা বলা যাচ্ছেনা। আমরা ঢাকায় করোনা পরীক্ষার কিট চেয়ে চিঠি দিয়েছি। এখনো কিট আসেনি। আসলে বোঝা যাবে কি অবস্থা। তবে এর আগ পর্যন্ত সকলের সতর্ক থাকা উচিৎ। এটাকে মোটেও হালকা ভাবে নেয়া ঠিক হবেনা। কারণ এবারের কনোনা আগের চেয়ে শক্তিশালী।

এদিকে, করোনার পাশাপাশি আসন্ন বর্ষাকালের ডেঙ্গু পরিস্থিতি কি হবে তা নিয়েও এখন থেকেই ভাবা শুরু করেছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় গতকাল শহরের বিভিন্ন ওয়ার্ডের পুকুর, ডোবা ও ড্রেনের ভেতরে কয়েকশ ‘অয়েল বল’ ফেলেছে সিটি করপোরেশন। এসব অয়েল বলের মাধ্যমে জমে থাকা পানি থেকে এডিস মশা জন্মানোর আগেই মারা যাবে বলে জানানো হয়েছে নাসিক থেকে।

এ বিষয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই কাজ শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলমান আছে। গতকালও আমরা দেওভোগের একটি বড় পুকুরে কয়েকশ অয়েল বল ফেলেছি। এর মাধ্যমে এডিস মশার ডিম নষ্ট হয়ে যাবে। সামনে আমাদের আরো কাজ রয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য।

Islam's Group