News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:০৫ পিএম নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জুন-জুলাইয়েই শনাক্ত হয়েছে অর্ধশতাধিক রোগী। পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে করপোরেশন কর্মসূচি হাতে নিয়েছে। আর স্বাস্থ্য বিভাগ নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

সারা বছর ডেঙ্গুর প্রকোপ থাকলেও জুন থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত সময়ে রোগী বেড়ে যায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন হয়। এবারও বর্ষার শুরু থেকে ডেঙ্গু রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

চলতি মাসের মোট ডেঙ্গু রোগী পাওয়া গেছে ৫১ জন। এ বছর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রায় অর্ধেকই জুন থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। গত শনিবার মোট ২ জন রোগী আক্রান্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত কিট, ওষুধ ও স্যালাইন মজুতসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। আমরা সব দিক থেকে তৎপর রয়েছি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তারপরেও আমরা ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত সহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছি। আমরা আশা করি যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো।

মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। বর্ষার আগে ও পরে এখানে মশার উপদ্রব বেড়ে যায়। মশক নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম জানান, আমরা গত ২ মাসে মশক নির্ধনে কোন কার্যক্রম দেখিনি। এছাড়া শহরের বিভিন্ন স্থানে একাধিক নির্মাণকাজ চলছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে।

Islam's Group