নারায়ণগঞ্জ-৫ (সদরুবন্দর) আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এক বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব বিস্তারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা দলে দলে এসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে থাকেন।
মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তিনি ক্যাম্পে আগত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন চক্ষু, ডায়াবেটিক ও সাধারণ রোগবিষয়ক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, মানসম্মত চশমা এবং আই ড্রপ সরবরাহ করা হয়।
ডায়াবেটিক পরীক্ষার জন্য আলাদা কর্নারে বিশেষ ব্যবস্থার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নির্ণয় করা হয় এবং পরীক্ষার ফল অনুযায়ী রোগীদের পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একইসঙ্গে অনেককেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতা নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া স্থানীয় জনগণের সুবিধার্থে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা অনেকের কাছে ছিল অত্যন্ত উপকারী।
গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য; রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন।
এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনগণের স্বাস্থ্যসেবায় দলীয় নেতৃবৃন্দের আন্তরিকতা কেবল রাজনৈতিক অঙ্গীকারেই সীমাবদ্ধ নয় - মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব সহায়তা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। এলাকার সাধারণ মানুষ এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








































আপনার মতামত লিখুন :