News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৭:৪৩ পিএম ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার

নারায়ণগঞ্জের ফতুল্লা ডক্টরস সোসাইটি বৈজ্ঞনিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জের ফতুল্লা ডক্টরস সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরের বালুরমাঠ এলাকার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু ও ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের সমস্যা ও সমাধান সহ স্বাস্থসেবা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে জনসাধারণকে সেবা দিতে গিয়ে সম্মুখীন হওয়া ডাক্তারদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান বলেন, ডাক্তারদের পেশাটা আসলে থ্যাংকলেস জব। যে কোনো সমস্যাতেই তাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। ডাক্তারদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে অনেক বেশি সচেতন থাকতে হবে। একে অপররের সহযোগি হয়ে নিজেদের সম্মান ধরে রাখতে হবে।

ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) সভাপতি ডাঃ এম এ সালামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশার এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ডক্টরস সোসাইটির উপদেষ্টা: ডা. মো. আলী আশরাফ খান, ডা. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: ডা. মো. আব্দুন নূর সায়েম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুন্নাহার পলি, ডা. মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম রাহাত, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক ডা. রহমত উল্লাহ ভূইয়া (রতন)।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ডক্টরস সোসাইটির সহ ডা. আল ওয়াজিদুর রহমান, মার্জিয়া রহমান মিতু, মশিউর রহমান অপু এবং ডা. জহিরুল ইসলাম।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group