News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:২০ পিএম দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার ২টিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, উচ্চ আদালত ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীর জামিন দিলেও নতুন করে আরো পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার কোনটাতেই তাঁর নাম ছিল না। এহাজার সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনকে জামিন দেওয়া হলেও আইভীকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ইয়াসিনকে হত্যা করেছেন। অন্য মামলায় বলা হচ্ছে আইভী পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন এবং এজাহারে তাঁর নামও ছিল না।

তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আইভীর আইনজীবী।

এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

Islam's Group