News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি বাধা দেয়ায় দম্ভোক্তি ‘হু আই অ্যাম’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১০:৪১ পিএম উল্টো পথে বিএনপি নেতার গাড়ি বাধা দেয়ায় দম্ভোক্তি ‘হু আই অ্যাম’

ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় কালো রঙের একটি প্রাইভেট কার আটকে দেয় সড়কে দায়িত্বপালনরত শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ওই সময় গাড়ির ভেতরে থাকা এক বিএনপি নেতা শিক্ষার্থীদের উপর উত্তেজিত হয়ে উঠেন।

রেজা রিপন নামে ওই নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক। শিক্ষার্থীদের মোবাইলে রেকর্ড করা সেই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে বসে বিএনপি নেতা রেজা রিপন বলছেন, ‘আমি এই দিক (উল্টো পথে) দিয়েই যাবো। এই শহরে থাকতে হলে মানুষ চিনে থাকতে হবে’।

জবাবে এক শিক্ষার্থী বলেন, আইনজীবীসহ অনেকের গাড়ি আমরা উল্টো পথে আসায় ফিরিয়ে দিয়েছি। আইন সবার জন্য সমান।

তখন আরো উত্তেজিত হয়ে রেজা রিপন বলেন, কি সমস্যা এদিকে আসো। তোমরা চেম্বার অব কমার্সের না? সোহেলরে (সহ-সভাপতি চেম্বার অব কমার্স) ফোন করো। করো ফোন সোহেলকে। তারপর জিজ্ঞেস করো হু আই এম। আমি এখান দিয়েই যাবো। এ সময় শিক্ষার্থীদের একজন আবারো বলেন, আইন সবার জন্য সমান।

এর আগে রেজা রিপন ফোন করে তার অনুসারীদের ঘটনাস্থলে নিয়ে আসনে। তখন তার অনুসারীরাও সড়কে দায়িত্বপালনরত শিক্ষার্থীদের সাথে উত্তেজিত হন। তাদের মধ্যে একজন এসে বলেন, গাড়ি আটকাইসে কে? এখানে দ্রæত বেড়া দেন। চেম্বারে ফোন দিয়া বলেন এদিকে বেড়া দেন। আজকের ভিতরে বেড়া দিবেন। আলমরে ফোন দেও, ফোন দিয়া কও বসের গাড়ি আটকাইসি।

জানা গেছে, সড়কে বিশৃঙ্খলার কারণে বাণিজ্যিক শহর নারায়ণগঞ্জে দিনরাত যানজট লেগে থাকে। তাই রোজায় যানজট কমাতে সড়কে ১৮০ জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। এরপর থেকে শহরে আগের তুলনায় সড়কের বিশৃঙ্খলা এবং জ্যাম অনেক কমে এসেছে। তাই এরমধ্যেই শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতা রেজা রিপনের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ করে নেটিজনরা এ বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখেনি। 

Islam's Group