News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অবশেষে আইভী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৯:০৩ এএম অবশেষে আইভী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর নাটকীয়তার পর শুক্রবার ৯ মে ভোরে তাকে দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সদর থানার ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাড়িতে পুলিশের অভিযানের খবরে রাতভর সেখানে জনতা বিক্ষোভ করেছে।

জানা গেছে, রাতে দুই দফা পুলিশের একাধিক দল আইভীর বাড়ির সামনে অবস্থান নেন। ওই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। তারা বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকে। স্থানীয়রা জানান তারা যে কোন মূল্যে আইভীকে আটক বা গ্রেপ্তার করতে দিবেন না।

একই সময়ে দেওভোগের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যেন তাকে গ্রেপ্তার করতে আসলে লোকজন জড়ো হয়।

৫ আগস্টের পর থেকে আইভী দেওভোগের বাড়িতেই ছিলেন। ইতোমধ্যে তাকে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে।

সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সবশেষ ১৩ সেপ্টেম্বর নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন।

এর আগে ৩ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নাজমুল হকের করা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ হত্যা মামলায় শামীম ওসমান ও আইভী দুজনকেই আসামি করা হয়।

Islam's Group