News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ছিলেন খালেদা জিয়ার গুডবুকে, মজিদ কমিশনার ফিরলেন না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৫৪ পিএম ছিলেন খালেদা জিয়ার গুডবুকে, মজিদ কমিশনার ফিরলেন না

নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপির কোনো কর্মসূচীতে দেখা যেতনা নেতাকর্মীদের তেমন উপস্থিতি। কারণ মামলা ও পুলিশের ভয়ে আওয়ামীলীগ আমলে নারায়ণগঞ্জের অনেক বিএনপি নেতাকর্মী রাজপথের আন্দোলন থেকে দূরে ছিলেন। তবে ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির সভা-সমাবেশগুলোতে যেন জনস্রোত বয়ে যাচ্ছে। কারণ দলের সু-সময়ে সবাই সক্রিয় হয়ে ফিরে এসেছেন। অনেক নিক্রিয় নেতা আবার তাদের সাথে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও নিজেদের পাশে ভিড়িয়েছেন। কিন্তু নারায়ণগঞ্জ শহরের একজন বিএনপি নেতা এখনো দলীয় কর্মকান্ডে সক্রিয় হননি। তিনি মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মজিদ ওরফে মজিদ কমিশনার।

জানা যায়, নগরীর বাবুরাইল এলাকার বাসিন্দা মজিদ কমিশনার এরশাদ বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ শহরে সাবেক এমপি সিরাজ কমান্ডারের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া বিএনপির রাজনীতিতেও কম যাননি তিনি। দায়িত্ব পালন করেছেন মহানগর বিএনপির উপদেষ্টা ও সহ-সভাপতি হিসেবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুডবুকে ছিলেন মজিদ কমিশনার। তবুও ৫ আগষ্টের পর মজিদ কমিশারকে রাজনীতির মাঠে না পেয়ে হতাশ তার অনেক অনুসারীরা।

মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু জানান, মহানগর বিএনপির বর্তমান আহবায়ক কমিটির আগের কমিটি গঠন করা হয়েছিলো সাবেক এমপি আবুল কালাম এবং এটিএম কামালের নেতৃত্বে। তখন মহানগর বিএনপির শীর্ষ নেতারা ঢাকায় বেগম জিয়ার সাথে দেখা করতে গেলে তিনি সবার সামনে আবুল কালামকে প্রশ্ন করেন, এই কালাম, মজিদকে কমিটিতে কোথায় রেখেছ? ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছিলো মজিদ কমিশনারকে। তবে এক সময়ের প্রভাবশালী এই নেতা কেন হঠাৎ নিষ্ক্রিয় হলেন তা অজানা অনেকের কাছে। এমনকি মজিদ কমিশনারের কাছেও এর উত্তর নেই।

কেন দলের সু-সময়ে রাজনীতির মাঠে দেখা যাচ্ছেনা জানতে চাইলে মজিদ কমিশনার বলেন, এই মুহূর্তে আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো পরে বলতে পারবো।

কিন্তু মহানগর বিএনপির অনেক নেতাকর্মীর দাবি, সামনে কমিটি আসলে মজিদ কমিশনারদের মতো প্রবীণদেরও সেই কমিটিতে স্থান করে দেয়া জরুরী।

জানা গেছে, তার পরিবারে আরো অনেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এরমধ্যে তার ছোট ভাই হাসান আহম্মেদ মহানগর বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে এখন তিনি শারীরীক ভাবে অসুস্থ্য থাকায় রাজনীতিতে সক্রিয় নন। এর ফলে নিজ এলাকায় তাদের আধিপত্য কিছুটা কমলেও তা ধরে রাখার চেষ্টা করছেন মজিদ কমিশনারের ছোট ভাই হাসান আহম্মেদের স্ত্রী নাসিকের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান। 

Islam's Group