News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ড্রেন নির্মাণ কাজের ধীরগতির নাসিকের প্রতি ডিসির ক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৫৯ পিএম ড্রেন নির্মাণ কাজের ধীরগতির নাসিকের প্রতি ডিসির ক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক এবং আশেপাশের সড়কগুলোতে ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে সিটি করপোরেশনের উপর ক্ষোভ ঝাড়েন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বুধবার ৭ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যানজট নিরসনে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিনের সভায় অন্যান্য অংশীজনের মতোনই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি শহরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে যখন কথা বলছিলেন তখন জেলা প্রশাসক তাকে ড্রেন নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করেন।

প্রত্যুত্তরে নির্বাহী প্রকৌশলী কোনো সুনির্দিষ্ট সময় বলতে না পারলে জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা যেভাবে ধীরগতিতে কাজ করছে এতে করে নগরবাসীর চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনারা ড্রেন নির্মাণের মালামাল কেনো দিনের পর দিন সড়কে রেখে সড়ক বন্ধ করে রাখেন। আজকের মধ্যে মালামাল সড়ক থেকে সরিয়ে ফেলবেন। আর একসঙ্গে ড্রেন নির্মাণ করতে গিয়ে একসঙ্গে সব সড়কে খোঁড়াখুড়ি না করে ধাপে ধাপে একটি করে সড়কে কাজ করতেন। তাহলে যান চলাচলে এতো বিঘœ ঘটতো না। পরিশেষে নির্বাহী প্রকৌশলী অতি দ্রুত সড়ক থেকে মালামাল সরিয়ে নেওয়ার এবং এই মাসের মধ্যে কালীরবাজার সড়কসহ আশেপাশের সড়ক চলাচলে উপযুক্ত করার প্রতিশ্রুতি দেন।

এর আগে নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা দূরীকরণে এবং পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬ মাস পূর্বে আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু কাজের ধীরগতির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Islam's Group