News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সায়েরের চোখে জাকির খান যেমন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:৫৬ পিএম সায়েরের চোখে জাকির খান যেমন

দীর্ঘদিন কারাভোগ করে জেল থেকে মুক্তির পর একটু একটু করে নিজেকে মেলে ধরতে চেষ্টা করছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রাজনীতিতে সক্রিয় হতে তিনি যুক্ত হচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং দেখা করছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে। তবে তার সকল কাজের উপর যেন রীতিমতো নজরদারী চালাচ্ছে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আর্মি চিফ জেনারেল আজিজের অপকর্ম নিয়ে আল জাজিরায় ‘অল দ্যা প্রাইম মিনিস্টার ম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদের নেপথ্যে কাজ করেছেন। জাকির খান মুক্তির পর থেকে এখন পর্যন্ত সায়ের তাঁর ফেরিফাইড ফেইসবুক পেইজে জাকির খানকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন।

জানা যায়, কয়েকদিন আগে জাকির খান বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলু ও রুহুল কবির রিজভীর সাথে দেখা করেন। এ সময় বরকতউল্লাহ বুলুকে জাকির খান ফুলের মালা পরিয়ে দিলে তাকেও বুলু সেই মালা পরিয়ে দেন।

জুলকারনাইন সায়ের জাকির খানের সাথে রুহুল কবির রিজভী ও বরকতউল্লাহ বুলুর সেই ছবি তার ফেসবুকে পোষ্ট দিয়ে লিখেন, ‘যার গলায় রকউতল্লাহ বুলু ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, তিনি ৪ টি হত্যাসহ ৩৩ টি মামলার আসামী জাকির খান, যিনি ২০০৩ সালে বিএনপির জোট নেতা খুনের ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ২৬ টি মামলায় খালাসও পেয়েছেন। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবারে বসবাস শুরু করলে ২০২২ সালে র‌্যাব তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। তারপর জেলেই ছিলো জাকির খান। এ বছরের ৭ জানুয়ারী ববসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পেয়ে যান। এবং বেশ রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে জেল থেকে মুক্তিও পান তিনি। স্বেরাচার আওয়ামীলীগ সরকারের সময় শীর্ষ সন্ত্রাসী জোসেফ বিভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে কারামুক্ত হয়েছিলো, তা নিশ্চই আপনারা আবগত আছেন। জোসেফ কুখ্যাত জেনারেল আজিজের মদদে তাদের অপর সহোদর শীর্ষ সন্ত্রাসী হারিস আহমেদ কি কি করেছিলো সেসবও আপনাদের অজানা নয়। তাহলে বিএনপির এই শীর্ষ ঠিক কি মনে করে জাকির খানের মতো একজন চিহ্নিত সন্ত্রাসীর সাথে মাখামাখি করছেন? সন্ত্রাসীদের সাথে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কিসের আঁতাত?

Islam's Group