নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার ৮ মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সদ্য কারামুক্ত এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, জাকির খানের জীবনটা কেটেছে ষড়যন্ত্রে। ষড়যন্ত্রের ফলে তাকে দীর্ঘ দিন ধরে কখনো জেলে আবার কখনো পলাতক থাকতে হয়েছে। আমদের বিএনপির যে নেতাকর্মীরা আছে তাদের মধ্যে এত বড় ত্যাগ আর কারও নেই। যে ত্যাগ জাকির খান করেছে। জাকির জেলে থাকা অবস্থায়ও জাকির খানের অনুসারীরা তার পক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিল, আমরা বাইরে থেকেও তা পারিনি। আমরা সব সময় জাকির খানের পক্ষে আছি এবং থাকবো।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর সাংবাদিকরা আমার জন্য অনেক করেছে। মিডিয়াগুলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার কারণে আমি মুক্ত হয়েছি খালাস হয়েছি।
এ সময় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এপিপি ওমর ফারুক নয়ন সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে দোয়ার আয়োজন করা হয় ও ফুল ছিটিয়ে ফের তাকে বরণ করে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :