News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জিমখানায় হাট, বিশৃঙ্খলা বাড়বে শহরে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:০৪ পিএম জিমখানায় হাট, বিশৃঙ্খলা বাড়বে শহরে

গত এক দশক আগে গরুর হাট বসানো হয়েছিল শহরের জিমখানা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে অবস্থিত। তবে তখন জিমখানায় হাট বসানোকে কেন্দ্র করে গোটা শহরে সৃষ্টি হয়েছিলো যানজট, অপরিচ্ছন্নতা ও আধিপত্য বিস্তারসহ নানা ধরনের বিশৃঙ্খলা। পাশাপাশি খেলার মাঠে বাঁশ গেথে গরু রাখার জায়গা তৈরি করায় পুরো মাঠ খেলার অনুপযোগী হয়ে যায়। তাই এ বিষয়ে পরবর্তীতে স্থানীয় ক্রীড়াঙ্গণের ব্যক্তিরা সিটি করপোরেশনের অভিযোগ দিলে, জিমখানা মাঠে এরপর থেকে আর হাট বসানোর অনুমোতি দেয়নি প্রশাসন। তবে আসন্ন কোরবানী ঈদকে ঘিরে আবারো জায়গাটিতে হাট বসানোর পায়তারা চলছে।

নগরবাসীর মতে, জিমখানা মাঠে হাট বসানো হলে সিটি করপোরেশন আর্থিক ভাবে কিছুটা লাভবান হবে। কিন্তু এতে নগরবাসীর ভোগান্তি আরো বেড়ে যাবে। তাই শহরের উপকন্ঠে অবস্থিত এই মাঠে হাট বসানোর অনুমোতি না দেয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে।

জানা গেছে, খুব শীঘ্রই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হাটের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাবে। সেই তালিকায় জিমখানা মাঠকে নতুন করে সংযুক্ত করতে একটি চক্র নাসিকের কর্মকর্তাদের পরামর্শও দিয়েছে। কারণ জিমখানায় হাট হলে সেখানে কোটি কোটি টাকার মুনাফা পাওয়া যাবে। তবে এখানে সিটি করপোরেশন শুধু জিমখানা মাঠে হাট বসানোর জন্য প্রস্তাব দিতে পারবে। অনুমোতি দেয়ার দায়িত্ব জেলা প্রশাসনের। তাই জেলা প্রশাসন নগরবাসীর ভোগান্তীর কথা মাথায় রেখে যাতে সিদ্ধান্ত নেয় সেই দাবি জানিয়েছেন অনেকে।

নগরীর পাইকপাড়া এলাকার গম ব্যবসায়ী নাঈম হোসেন বলেন, এখানে হাট দেওয়া মানে মারামারির ব্যবস্থা করা। এখন তো সবাই নেতা। তাই এটা নিয়ে যে কোনো কিছু হইতে পারে। আমরা এর আগেও দেখেছি এই মাঠের হাট নিয়ে কি কি হয়েছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ এটা বাদ দিয়ে অন্য কোথাও হাট দেন। এতে কোনো সমস্যা হবেনা।

মোহাম্মদ রিপন নামে নিতাইগঞ্জ এলাকার এক ব্যবসায় বলেন, আমাদের  ব্যবসা বাণিজ্যের সমস্যা হইব অনেক। কারণ দেখা যাইব অধিকাংশ গরু আসবো নদী দিয়ে আর ট্রাক দিয়ে। এগুলো তো নিতাইগঞ্জের উপর দিয়েই আনা নেয়া করা হবে। কিন্তু আমাদেরই তো যানজটের কারণে ব্যবসা করতে সমস্যা হয়। এখন আবার এখানে গরুর হাট দিলে কি হবে তা তো আর আমরা মুখে কি বলবো? সিটি করপোরেশন যদি এখানে হাট দেয় তাহলে অনেক বড় ভুল হবে।

Islam's Group